ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যৌথ সভা ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, শুক্রবার (১০ নভেম্বর) দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভা হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি হবে।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।