১৩ দিনের হরতাল-অবরোধে ৯২ যানবাহনে আগুন

জাতীয়

ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে গত ১৩ দিনে ঢাকাসহ সারাদেশে ৯২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সময়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে ২০০টি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

এনায়েত উল্যাহ বলেন, আগামীতে এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করলে গাড়ি চলাচলে যেন কোনো প্রকার বাধার সৃষ্টি না হয়, এজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে এনায়েত উল্যাহ আগামীতে বিএনপি-জামায়াত নতুন কোনো কর্মসূচি ঘোষণা করলে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক রাখতে সমিতি ও কোম্পানিভুক্ত মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে তিনি হরতাল-অবরোধ উপক্ষো করে গাড়ি চলাচল অব্যাহত রাখায় সমিতির পক্ষ থেকে মালিক শ্রমিকদের আন্তরিক অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *