ডেস্ক: সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার রাজধানীতে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। ওইদিন বিকাল ৩টায় রাজধানীর কামরাঙ্গীরচরে এ সমাবেশ হবে।
আজ শনিবার ১৪ দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সমাবেশে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।