সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না: তথ্যমন্ত্রী

রাজনীতি

ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রসারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সংলা‌পের বিরুদ্ধে নয়, সংলা‌পের প‌ক্ষে। কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না। বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠা‌নে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র, তাদের পরামর্শকে আমরা অবশ্যই মূল্য দিই। কিন্তু সিদ্ধান্ত প্রয়োজনের নিরিখে জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়। বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শ আমাদের কাছে অবশ্যই মূল্য আছে, কিন্তু দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিজেদেরই নিতে হয়। আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়, আমরাই নেব।

তিনি আরো বলেন, দেখুন, বিএনপি সংলাপ নাকচ করে দিয়েছে। বিএনপি বলেছে, এখন সংলাপের কোনো পরিবেশ নেই। আমরা অবশ্যই সংলাপের বিরুদ্ধে নই, কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বা প্ররোচনায় ক্যাপিটাল হিলে হামলা হওয়ার পর সেই সন্ত্রাসীদের সঙ্গে কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন-সরকার আলোচনায় বসেছে? বরং তাদের গ্রেফতার করা হয়েছে, বিচার হচ্ছে। সুতরাং আমাদের দেশেও যারা গাড়ি-ঘোড়া পোড়াচ্ছে, তাদের সঙ্গে কি আলোচনা হতে পারে? আলোচনা হতে পারে রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *