লালমনিরহাট-২ আসনে মনোনয়ন ফরম কিনলেন স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত

অন্যান্য

জেলা প্রতিনিধিঃ ওমর ফারুক সুমন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন মোঃ মমতাজ আলী শান্ত। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে তিনি মনোনয়ন ফরম কিনেন।রবিবার(১৯ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ হতে মমতাজ আলী শান্ত’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার পিতা আলহাজ্ব মোঃ আইয়ুব আলী এ সময় উপস্থিত ছিলেন শান্ত’র বড় ভাই মোঃ নাজমুল হোসেন সহ স্থানীয় সমর্থক বৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোয়েব সিদ্দিক মনোনয়ন ফরম হাতে তুলে দেন।মমতাজ আলী শান্ত ” বলেন, আমি আদিতমারী-কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন যাবত সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করেছি তাই আমার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আদিতমারী-কালীগঞ্জের সাধারণ জনগন। সাধারণ জনগনের পাশে থাকার কথা ব্যাক্ত করে তিনি বলেন, আমি এখন পর্যন্ত যা উন্নয়নমূলক কাজ করেছি তার প্রাপ্তি হিসেবে জনগনের কাছে দোয়া ও সমর্থন চাই।আদিতমারী-কালীগঞ্জ বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশ গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন ও আমাকে সমর্থন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে সার্বিক উন্নয়নমূলক কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *