জেলা প্রতিনিধিঃ ওমর ফারুক সুমন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন মোঃ মমতাজ আলী শান্ত। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে তিনি মনোনয়ন ফরম কিনেন।রবিবার(১৯ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ হতে মমতাজ আলী শান্ত’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার পিতা আলহাজ্ব মোঃ আইয়ুব আলী এ সময় উপস্থিত ছিলেন শান্ত’র বড় ভাই মোঃ নাজমুল হোসেন সহ স্থানীয় সমর্থক বৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোয়েব সিদ্দিক মনোনয়ন ফরম হাতে তুলে দেন।মমতাজ আলী শান্ত ” বলেন, আমি আদিতমারী-কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন যাবত সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করেছি তাই আমার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আদিতমারী-কালীগঞ্জের সাধারণ জনগন। সাধারণ জনগনের পাশে থাকার কথা ব্যাক্ত করে তিনি বলেন, আমি এখন পর্যন্ত যা উন্নয়নমূলক কাজ করেছি তার প্রাপ্তি হিসেবে জনগনের কাছে দোয়া ও সমর্থন চাই।আদিতমারী-কালীগঞ্জ বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশ গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন ও আমাকে সমর্থন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে সার্বিক উন্নয়নমূলক কাজ করবো।