রিপোর্টার: জাতীয় জনতা পার্টি ২৩/১১/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার জাতীয় জনতা পার্টি, জাতীয় কার্যালয় ৪৭/এ টয়েনবি সার্কুলার রোড,ঢাকা-১০০০“বাংলাদেশ ও সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট” বিষয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির সাধারন সম্পাদক,মোঃমুজিবুর রহমান চৌধুরী হিরু।এই আলোচনা সভায় পার্টিরনেতৃবৃন্দ,কর্মী,সমথর্ক সহ সব শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেন।উক্ত সভায় দেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,গনতান্ত্রিক সরকারের রাজনৈতিক ধারা বিকাশ অব্যাহত রাখার সার্থে সংবিধানকে সমুন্নত রাখার বিকল্প নাই বলিয়া মতামত প্রতিফলিত হয়।আরো আলোচনা হয় যে,জাতীয় জনতা পার্টিকে দেশ ও জাতির কল্যানে রাজনৈতিক ভাবে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।অতএব,জাতীয় জনতা পার্টিকে রাজনৈতিক দল হিসেবে “নিবন্ধিত” করে জাতীয় নির্বাচনে অংশগ্রহন করার জন্য প্রোয়জনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্বাচন কমিশনের নিকট বিশেষ দাবী জানাচ্ছি।