খারুভাঁজ মিলনবাজার যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মফস্বল

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় খারুভাঁজ মিলনবাজার যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় (২৪ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায়। খেলায় অংশ গ্রহন করেন দুটি দল রাজমিস্ত্রি একাদশ বনাম কাঠমিস্ত্রি একাদশ। উক্ত খেলায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মমতাজ আলী শান্ত। তিনি দ্বাদশ সংসদ সদস্য পদে অংশ গ্রহন করার জন্য লালমনিরহাট-২  হতে মনোনয়ন ফরম কিনেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এ কে এম হুমায়ুন কবির চেয়ারম্যান সারপুকুর ইউনিয়ন পরিষদ, উপস্থিত ছিলেন মোঃ সায়েদ আলী ইউপি সদস্য সারপুকুর, নজরুল ইসলাম, এনামুল হক মিন্টু, মাইদুল ইসলাম জুয়েল সরকার, মোঃ ওমর ফারুক সুমন প্রচার সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন। প্রধান অতিথির বক্তব্যে মমতাজ আলী শান্ত বলেন, মন ও শরীর ভালো রাখার জন্য নিয়মিত খেলাধুলা করার প্রয়োজন রয়েছে। মাদক থেকে বিরত থাকার ও মাদকের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার জন্য যুব সমাজকে আহবান করেন। তিনি বলেন, লালমনিরহাট-২ আসেন সংসদ সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি সকলেই আমার  জন্য দোয়া ও সমর্থন করবেন। পরে বিজয়ী দলের হাতে পুরুস্কার তুলেদেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *