ডেস্ক : রাজধানীর পল্টন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন তিনি।
ওসি বলেন, পল্টন মোড়ে সন্ধ্যার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আমরা জড়িতদের ধরতে কাজ করছি। ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নত করার চেষ্টা চলছে।
এর আগে, দুপুর ২টা ২৩ মিনিটে গুলিস্তানের জিরো পয়েন্টে জ্যামে আটকে পড়া তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
আহতরা হলেন মো. এমদাদুল হক খান (৫৬) ও মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তাদের মধ্যে এমদাদুল হক খান জয়েন্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ব্যাংকে ও নাজমুস শাহাদাত প্রতীক ইঞ্জিনিয়ার হিসেবে সামিট গ্রুপে কর্মরত।