শিক্ষক নিয়োগ পরীক্ষায় দিনাজপুরে আটক ১৮

শিক্ষা

ডেস্ক: দিনাজপুরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদরের ৮টি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- বিরল উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. কামরুজ্জামান, একই উপজেলার রানীপুর গ্রামের রাহেনা খাতুন, বীরগঞ্জ উপজেলার এলেঙ্গা গ্রামের শেফালী রায়, একই উপজেলার পশ্চিম কালাপুকুর গ্রামের মো. মনিরুজ্জামান, কগিরপাড়ার জামিল বাদশা ও বনগাঁও গ্রামের মো. রাকিব, সদর উপজেলার মুরাদপর গ্রামের মুসলিমা খাতুন, একই উপজেলার দাইনুর গ্রামের শরিফুল আলম, ঘুঘুডাঙ্গা গ্রামের উম্মে সালমা ও খানপুর গ্রামের নাসরিন জাহান, চিরিরবন্দর উপজেলার দক্ষিণ আলোকদিঘী গ্রামের কবিতা রানী রায়, একই উপজেলার দক্ষিণ আলোকদিঘী গ্রামের সরুজ চন্দ্র রায়, হাকিমপুর উপজেলার মাধবপাড়ার জাকিয়া ফেরদৌস, বিরামপুর উপজেলার দক্ষিণ দায়োরপুর গ্রামের মহিদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের তানিয়া মোশতাবী, বোচাগঞ্জ উপজেলার শহিদপাড়ার সায়েম মোল্লা তন্ময়, ফরিদপুর জেলার নগরবান্দা থানার উর্মিলা আক্তার ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বকুয়া গ্রামের সুজন আলী।দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ৮টি পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তারা ১৮ জনকে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেয়ার অভিযোগে আটক করে। পরে তাদের পুলিশে কাছে সোপর্দ করে। আটক ১৮ জনের মধ্যে ৯ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *