লেখক,এডভোকেট হুমায়ুন কবির আকন
যতোদিন রবে বাঙলা বাঙালি আকাশ মাটিও পানি
ততোদিন রবে চির ভাস্বর জেনারেল ওসমানী।
তোমার জন্য বিশ্বের কাছে উচুঁ আমাদের শির
আঁধারের মাঝে আলো জ্বালিয়েছো
তুমি হে বঙ্গবীর।
বাঙালি জাতির দুঃসময়ে তুমি ছিলে জাগ্রত
শত্রুমুক্ত করতে স্বদেশ নিয়েছিলে তুমি ব্রত।
আমাদের সেই স্মৃতিমন্ডিত স্বাধীনতা প্রিয় দিনে
তুমি যুগিয়েছো শক্তি সাহস কোটি মানুষের প্রাণে।
সেই ঝলমলে রক্তিম দিনে তোমারই নির্দেশে
বুলেট বুকে নিয়েছে বাঙালি স্বদেশকে ভালোবেসে।
নিজ হাতে তুমি গড়েছো লক্ষ নির্ভীক বাহিনী
ইতিহাস জুড়ে বিস্তৃত আছে সেইসব কাহিনী।
তুমি ছিলে এক বীর সৈনিক চিত্তে ছিলোনা শংকা
দক্ষতা দিয়ে যুদ্ধে তাইতো বাজালে বিজয় ঢংকা।
বাংলা মায়ের বীর সন্তান
হে বঙ্গবীর তুমি
জীবনের চেয়ে ভালোবেসে ছিলে
আপন মাতৃভুমি।
তুমি আমাদের প্রাণের মানুষ তুমি যে আপনজন
হে বীর তোমাকে জানাই আজিকে
প্রাণের অভিবাদন।