১০ই মাঘ গাউসুল আযম হযরত সৈয়দ আহমদউল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) এর ১১৮তম ওরশ শরীফে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ আশেক ভক্ত ২৪শে জানুয়ারি, ২০২৪ মাইজভাণ্ডার শরীফে সমবেত হন। ওরশ শরীফে আখেরী মুনাজাত পরিচালনা করেন, মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। এসময় তিনি বলেন, গাউসুল আযম আহমদউল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) তরিকা-এ-মাইজভাণ্ডারীয়া প্রবর্তনের মাধ্যমে এক নবদিগন্তের সূচনা করেছেন। এটিই বাংলাদেশের ভূখণ্ডে প্রবর্তিত একমাত্র তরিকা। ১৯ শতকে প্রবর্তিত এ তরিকায় সাম্য, মানবপ্রেম ও ভাতৃত্ব গুরুত্ব পেয়েছে। এখানে সকল ধর্মের, বর্ণের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে আসছেন। মাইজভাণ্ডারী সুফিরা একটি শান্তি, সম্প্রীতিপূর্ণ, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য বিশ্বজুড়ে কাজ করেছেন এবং করছেন। বর্তমান বিশ্বে আমরা দেখছি যুদ্ধ ও সাম্প্রতিক সংঘাত। আমরা দেখছি মানবতার বিপর্যয়। মাইজভাণ্ডারী তরিকার সুফি দর্শন অনুসরণে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে সম্প্রীতিপূর্ণ সহাবস্থান ও ঐক্য গড়ে তুলতে হবে।