জেলা প্রতিনিধিঃ মোঃ ওমর ফারুক সুমন :বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকায় লালমিনরহাটের আদিতমারী উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৩৮) সাপ্টিবাড়ী চওরাটাড়ী এলাকার মৃত-সাদেক আলীর ছেলে। স্থানীয়রা জানান, সাপ্টিবাড়ী হতে লালমনিরহাট সদরে একই মোটরসাইকেল যোগে সিরাজুল, মিলন চন্দ্র ও আপেল মিয়া প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন। মিলন চন্দ্র রায়(২৮) সারপুকুর চওরাটাড়ী মদন চন্দ্র রায়ের ছেলে এবং আপেল মিয়া(২৮) সাপ্টিবাড়ী চওরাটাড়ী তাজের হোসেন এর ছেলে। তাদের মোটর সাইকেলটি খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে ধান বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চলক মিলন রায় ও আপেল মিয়া সড়কের পাশে ছিটকে পড়ে। আর সিরাজুল ইসলাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এময় খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে সিরাজুল ইসলামকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আর মিলন চন্দ্র ও আপেল মিয়াকে মনোয়ারা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকের চলকসহ ট্রাকটি আটক করে পরে ট্রাক চালককে আদিতমারী থানা হেফাজতে দিয়ে দেওয়া হয়।