বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল শ্রীলংকা

খেলাধুলা

ডেস্ক বাঁচা-মরার লড়াইয়ে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে টাইগারদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লঙ্কানরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন কামিন্দু মেন্ডিস।

বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাট করে শ্রীলংকা।

সফরকারীদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আভিস্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিস। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তাসকিন আহমেদ।

ম্যাচের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ফার্নান্দোকে (০) নিজের ক্যাচ বানিয়েছেন তাসকিন। পরে উইকেটে আসেন কামিন্দু মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে দলীয় রানের চাকা সচল রাখেন কুশল মেন্ডিস।

ম্যাচের নবম ওভারে সৌম্যর বলে লিটনের তালুবন্দী হন কুশল মেন্ডিস (৩৬)। এতে ভেঙে যায় দুই মেন্ডিসের ৬৬ রানের জুটি।

এরপর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তবে উইকেটে থিতু হওয়ার আগে সাজঘরে ফেরেন তিনি। ম্যাচের ১৩তম ওভারে মুস্তাফিজের স্লোয়ার কাটারে উইকেট বিলিয়ে দেন সামারাবিক্রমা।

পরে বাইশ গজে এসে ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলেন লঙ্কান দলপতি আসালঙ্কা। ১৪ বলে ২৮ করেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ ৩১ রানের ইনিংস উপহার দেন অ্যাঞ্জেলো ম্যাথিউজও। তার ব্যাট ভর করে শ্রীলংকার ইনিংস থামে ১৬৫ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *