সুমন শাহ্ : ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান আজ ৩০/০৩/২০২৪ ইং তারিখ সকালে সহকারী কমিশনার (ভূমি), লালবাগ রাজস্ব সার্কেলের অফিস ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত ভূমিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ শিবলী সাদিক, লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জনাব নাজমুল হুসাইন। এছাড়া লালবাগ রাজস্ব সার্কেল এবং লালবাগ ও শিবপুর ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ছিলেন। জনাব নাজমুল হুসাইন সহকারী কমিশনার (ভূমি), লালবাগ রাজস্ব সার্কেল এর নিকট হতে জানা যায়, দীর্ঘদিন অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ সোনাটেঙ্গর এবং চরকামরাঙ্গী মৌজার এই ৩০.৮ শতাংশ সরকারি খাসভূমি সম্পত্তি অবৈধ দখলদার দের হাত থেকে উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে।