মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন আফজাল হোসেন বকুল

অন্যান্য

মোজহার ইসলাম ব্যুরো চীফ : রাজশাহী আসন্ন রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা করেন ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুল। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৫ টারদিকে বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার কয়েক হাজার জনতার মাঝে তিনি এ ঘোষণা প্রদান করেন।এসময়, উপজেলার ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, ঘাসিগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, রায়ঘাটি ইউপি’র সাবেক চেয়ারম্যান ওসমান গনি, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম তোতা, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক খম শামসুল, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ধুরইল ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক সভাপতি মোঃ লিখন মোল্লা, রাজশাহী কলেজ সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল লতিফসহ উপজেলার প্রায় ২ হাজার ভোটার উপস্থিত ছিলেন। সকলে বকুলের হয়ে নির্বাচনে কাজ করার জন্য হাত তুলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্য চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বকুল বলেন, আমি শাসক হিসেবে নয় জনতার কর্মী হিসেবে উপজেলার সকল স্তরের মানুষের জন্য নিবেদিত হয়ে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চায়।উল্লেখ্য, আগামী ২৯ মে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ গ্রহনের জন্য আনুষ্ঠানিক ঘোষনা করেন। এদিকে অন্যান্য প্রার্থীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ভোটে অংশ গ্রহণের কথা শোনা গেলেও কারো এমন আয়োজন উপজেলা বাসির দৃষ্টিগোচর হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *