রিপোর্টার :
আজ সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রী পার্টি ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে।
গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন বলেন, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা বন্ধ করতে হবে। বিশ্ববিবেক আজ কোথায়? ফিলিস্তিনের জনগণের মাতৃভূমির লড়াইয়ে বাংলাদেশ এবং গণতন্ত্রী পার্টি সবসময় পাশে থাকবে।
গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য কানন আরা বেগম এমপি বলেন, গণতন্ত্রী পার্টি বিশ্বের নিপীড়িত মানুষের ন্যায় সঙ্গত অধিকার আদায়ের জন্য সবসময় রাজপথে থাকবে। ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে।
এডভোকেট এম.এ গনি বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনী জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, তাই গণতন্ত্রী পার্টিও বিশে^র নিপীড়িত মানুষের সাথে সর্বদা থাকবে।
গণতন্ত্রী পার্টি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবীর বলেন, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, তাই আমরা যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে জানি। আমরা ফিলিস্তিনি জনগণের মাতৃভূমির লড়াইয়ে সমর্থন করি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সভাপতি মন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ গনি, বিশিষ্ট কবি ও সাংবাদিক অশোক ধর, যুগ্ম সম্পাদক সম্পাদক মিনহাজ উদ্দিন আহমেদ সেলিম, সম্পাদকমন্ডলীর সদস্য এস এম মামুন, বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যকরী কমিটির সদস্য ও গণতন্ত্রী পার্টির সম্পাদকণ্ডলীর সদস্য মেহেরুন্নেসা মীরা, ইব্রাহিম জুয়েল, ইদ্রিস আলী মোল্লা, আতাউর রহমান বাবুল, শফিকুর রহমান, মাসুদ রানা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন, রফিক উদ্দিন চৌধুরী স্বপন, হাসিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মহাজন, হাফিজুর রহমান মিন্টু প্রমুখ।
উক্ত মানববন্ধন শেষে ঢাকার রাজপথে গণতন্ত্রী পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।