জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার কুরবানির গোসত বিতরণ

অন্যান্য

কুড়িগ্রাম প্রতিনিধি : জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক কুরবানির ঈদ ২০২৪ উপলক্ষে দেশের ৫ টি জেলার প্রত্যন্ত অঞ্চলে গরীব ও অসহায় মানুষের মধ্যে গরু কুরবানী করে ৯ হাজার পরিবারের মাঝে বিতরণ করেন।তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় জেলা ডাক বাংলো চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঈদের দিন বিকাল ৪.০০ ঘটিকার সময় এ কুরবানির গোসত গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

ঢাকার হাজারীবাগ ছাড়াও রংপুরের পীরগাছা, লালমনিরহাটের আদিতমারী,কুড়িগ্রামের চর রাজিবপুর, সাতক্ষীরার শ্যামনগর ও খুলনার কয়রা উপজেলায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিটি প্রোগ্রামে সরকারের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি ও জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

চলমান অর্থনৈতিক মন্দার কারণে এদেশের মধ্যবিত্ত ও গরীব মানুষের ক্রয়ক্ষমতা আশংকাজনক ভাবে লোপ পেয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ গরুর মাংস ক্রয় করে আমিষের চাহিদা মেটানো তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে। জাকাত ফাউন্ডেশনের এই কার্যক্রমের মাধ্যমে দেশের ৫ টি জেলার গরীব ও অসহায় মানুষের অন্তত দুই দিনের আমিষের চাহিদা পূরণ হবে। দীর্ঘ ১৮ বছর যাবৎ জাকাত ফাউন্ডেশন কুরবানির ঈদে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গরীব বঞ্চিত মানুষের মধ্যে কুরবানির গোসত বিতরণ অনুষ্ঠান সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।
এদিকে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার কুরবানির গোসত পেয়ে গরীব ও অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *