নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুুয়ায় পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক জুয়াড়ি এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি গতকাল শুক্রবার (১২ জুলাই) বিকাল ৬টার দিকে উপজেলার কান্দিউড়া ইউপি’র তাম্বূলিপাড়া এলাকার কৈজানি নদীতে ঘটে।
সুত্র জানায়,তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে ট্রলার নৌকায় জুয়ার বোর্ড বসিয়ে বেশকিছু জুয়াড়ি জুয়া খেলছিল। কেন্দুুয়া থানার পুলিশ খবর পেয়ে ওই জুয়ার বোর্ডে হানা দেয়। এসময় জুয়াড়িরা পুলিশের গ্রেপ্তার এড়াতে মৃত্যুর ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দেয়।
ঝাঁপ দেওয়া জুয়াড়িদের মধ্যে হালিম (৩৫) নামে এক যুবক নিখোঁজ আজ অব্দি পর্যন্ত রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ হালিম মিয়া কেন্দুুয়া উপজেলার সান্দিকোনা ইউপি’র আব্দুল হামিদের ( সুনু) ছেলে। ঘটনার পর থেকে পরিবার ও স্বজনরা রাতভর বিভিন্ন খোঁজাখুঁজি করে না পেয়ে কেন্দুুয়া ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেন।
কেন্দুুয়া ফায়ার সার্ভিসের সহায়তায় ময়মনসিংহ থেকে একদল ডুবুরি উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হালিম মিয়া নিখোঁজ থাকায় পরিবারে বইছে শোকের মাতম। নিখোঁজ হালিম মিয়ার সাথী জুয়েল মিয়া জানান, নৌকায় জুয়ার আসরে খেলতে হালিমসহ তারা কয়েকজন এসেছিলেন। পুলিশ কৌশল অন্য নৌকা দিয়ে আমাদের নৌকায় উঠে পড়ে, পরে পুলিশ দেখে যে যেভাবে পারে পানিতে ঝাঁপ দেয়। তিনিও হালিমের সাথে ঝাঁপ দিয়ে সাঁতার খেটে তীরে উঠলেও হালিম উঠতে পারেনি বলে দাবী করেন। ডাউকি গ্রামের শহীন মিয়া জানান, আমরা যখন খবর পাই তখন থেকে তাকে খুঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না। এখন ডুবুরি দল এসে খুঁজাখুঁজি করছেন।
কেন্দুুয়া থানা ওসি (তদন্ত) ওমর কাইয়ুম সাংবাদিকদের জানান, নিখোঁজ হালিমকে খোঁজে বের করতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করছেন।