রিপোর্টার : শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় লিবারেল ইসলামিক জোট থেকে মিছবাহুর রহমান চৌধুরী কে বহিষ্কার
সভায় লিবারেল ইসলামিক জোটের নীতিমালা লংঘন করে এবং জোটের অন্যান্য সদস্যদের সহিত কোনোরূপ আলাপ-আলোচনা না করে গত ০৩ আগষ্ট ২০২৪ ইং তারিখে শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত আন্দোলনের বিরুদ্ধে তথা দেশ ও জনগণের বিরুদ্ধে বক্তব্য প্রদানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের পক্ষে অবস্থান নেয়া-সহ বিভিন্ন সময়ে জোটের নীতি পরিপন্থী কার্যকলাপ করায় অদ্য ০৬ আগষ্ট ২০২৪ ইং তারিখে লিবারেল ইসলামিক জোটের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে জোটের নির্বাহী চেয়ারম্যান পদ থেকে ইসলামি ঐক্যজোটের (একাংশের) চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান চৌধুরী কে বহিষ্কার করা হয়। একই সাথে লিবারেল ইসলামিক জোটের সকল শরিক দলের সাথে আলোচনার মাধ্যমে তাকে জোটের সকল প্রকার কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, লিবারেল ইসলামিক জোট কো-চেয়ারম্যান ও বাংলাদেশ জনদল (বিজেডি) চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, লিবারেল ইসলামিক জোট কো-চেয়ারম্যান ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান হাসরত খান ভাসানী, মহাসচিব খালেদ শাহরিয়ার, বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ, কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ বাচ্চু হাওলাদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির যুগ্ম মহাসচিব আসলাম হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) স্থায়ী পরিষদ সদস্য ও লিবারেল ইসলামিক জোট দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, স্থায়ী পরিষদ সদস্য এডভোকেট শাহ আলম অভি প্রমুখ।