অধ্যাপক ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীনসরকারকে অভিনন্দন

অন্যান্য

রিপোর্টার : অধ্যাপক ড.ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন
সরকারকে অভিনন্দনঃ বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
বিশিষ্ট অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড.মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তবর্তী কালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ও মহাসচিব এডভোকেট আব্দুল আজিজ সরকার।
পার্টির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে দেশ গঠনে আমরা নতুন সরকারের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা বিশ্বাস করি বর্তমান গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ জাতির কল্যাণে কাজ করে যাবেন। নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ডক্টর ইউনুস সাহেবের আন্তর্জাতিকভাবে যে সুনাম ও কর্মদক্ষতা রয়েছে তিনি দেশের কল্যাণে তাঁর মেধা ও যোগ্যতার সবটুকু দিয়ে আন্তর্জাতিকভাবে দেশের জন্য নতুন দিগন্তের সূচনা করবেন। গড়ে তুলবেন জাতি , ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সাম্যের কল্যাণ রাষ্ট্র।
বিএসপি নেতারা বলেন তারুণ্যের প্রাণশক্তি ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছেন কোনো অশুভ শক্তির উগ্রতা, হটকারীতা, প্রতিশোধপরায়ণতা ও প্রতিহিংসার কারণে কোনভাবেই যেন, তা ব্যহত না হয়।
আমাদের মনে রাখতে হবে যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসলে বিনয়ী হয়। আর অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসলে অহংকারী হয়। অহংকার, দুর্নীতি, স্বজন প্রীতি, হিংসা, প্রতিহিংসার কারণসহ, মত প্রকাশের স্বাধীনতা ও সু-শাসন না থাকায় বিগত সরকারের পতন হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আইন, সু-শাসন প্রতিষ্ঠা ও সুষম বন্টনের মাধ্যমে বৈষম্যহীন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *