দেড় হাজার টাকার জন্য কৃষকের আত্মহত্যা, পরিবারের দাবি পিটিয়ে হত্যা

অন্যান্য

(সুনামগঞ্জ প্রতিনিধি):

সুনামগঞ্জের তাহিরপুরে দেড় হাজার টাকা শোধ করতে না পারায় শফিক আলম শাহ (৪৩) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

তবে পরিবারের দাবি, শফিক আলম শাহকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মৃত শফিক আলম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের হাওড় তীরবর্তী বালিয়াঘাট গ্রামের নুরুল ইসলাম শাহের ছেলে। হতদরিদ্র কৃষক শফিক আলমের স্ত্রী ও চার সন্তান রয়েছেন।

মৃত শফিক আলম শাহের পারিবারিক সূত্র ও প্রতিবেশীরা জানান, অভাবের তাড়নায় উপজেলার বালিয়াঘাট গ্রামের আমির আলী শাহর ছেলে সাকু শাহের কাছ থেকে কয়েক দিন পূর্বে দেড় হাজার টাকা ধার নেন শফিক আলম শাহ। সাকু শাহ হলেন শফিক আলমের চাচাতো ভাই।

পাওনা টাকা পরিশোধের জন্য সোমবার রাতে শফিক আলমের ওপর চাপ দেয়। একপর্যায়ে প্রতিবেশীর সামনে শারীরিকভাবে শফিক আলমকে লাঞ্ছিত করেন চাচাতো ভাই সাকু শাহ। এ অপমান সইতে না পেরে সোমবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে কোনো এক সময় পরিবারের সবার অগোচরে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শফিক আলম শাহ।

মঙ্গলবার বিকালে উপজেলার বালিয়াঘাট গ্রামের বাসিন্দা মৃতের বড় ভাই জহুর আলম শাহ যুগান্তরকে বলেন, সাকু শাহ ও তার পরিবারের লোকজন পাওনা টাকার জন্য আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে।

তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন ও মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আবুল কালাম চৌধুরী যুগান্তরকে জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে হত্যা মামলা রুজু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *