১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।জেলা প্রশাসক পিরোজপুর,

অন্যান্য

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালনের অংশ হিসেবে জেলা প্রশাসক, পিরোজপুর -এর উদ্যোগে জেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের  কর্মকর্তাবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে বলেশ্বর শহিদ স্মৃতি খেয়াঘাটে  পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে পিরোজপুর সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা আয়োজন, আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের প্রদর্শনী), শিশু কিশোর এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী  নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর  জেলায় উদযাপিত হয় মহান বিজয় দিবস-২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *