বিশেষ প্রতিনিধি : পিরোজপুর জেলায় কোন সন্ত্রাসী চাঁদাবাজ দখল বাজ দেরকে ছাড় দেয়া হবেনা সে যেই হোক না কেন।কোন ছাড় নয়। খান মোহাম্মদ আবু নাসের পুলিশ সুপার পিরোজপুর । তিনি আরও বলেন আমাদের পিরোজপুর জেলায় সাধারণ মানুষের নিরাপত্তা দেয়া। আমি পিরোজপুর জেলার সাধারণ মানুষ কে জানিয়ে দিতে চাই । অপরাধী সে জত বরই হোকনা কেন। সে আইনের উর্ধে নয় আপনারা সরাসরি আমাকে জানাবেন । অপরাধী সে কোনদল বা গোসঠির জেই হোকনা কেন কোন ছার নয়। আমি পুলিশ সুপার হিসেবে আমার ওপর অর্পিতো দাইত্যো আমি পালন কোরে জাবো পিরোজপুর জেলা র মানুষের জান মালের হেপাজত রক্ষায়।