USAN এর ফুটবল ম্যাচে প্রেসিডেন্ট স্কোয়াড এর জয়

অন্যান্য

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রাম উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন, ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব নন্দীগ্রাম (USAN) কর্তৃক একটি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।  বিকেল ৪ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সংগঠন টির সভাপতি মো: মাহদী হাসান আল আমিন (পাবিপ্রবি) কে অধিনায়ক করে ‘প্রেসিডেন্ট স্কোয়াড’ এবং সংগঠন টির সাধারণ সম্পাদক মো: তাজিজুল ইসলাম তুহিন (শেকৃবি) কে অধিনায়ক করে ‘সেক্রেটারি স্কোয়াড’ নামক দুইটি দল গঠন করা হয়।

খেলায় প্রেসিডেন্ট স্কোয়াড ৩-১ গোলের ব্যবধানে সেক্রেটারি স্কোয়াড কে পরাজিত করে। প্রেসিডেন্ট স্কোয়াডের রবিউল ইসলাম (রাবি), জিলহাজ্ব আবেদীন জোহা (হাবিপ্রবি) ও নাছিম উদ্দীন (রাবি) একটি করে গোল করেন। প্রথমার্ধের শুরুতে প্রেসিডেন্ট স্কোয়াড এর অধিনায়ক মো: মাহদী হাসান আল আমিন ডিবক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পেয়ে সেক্রেটারি স্কোয়াডের হয়ে একমাত্র গোলটি করেন  হুজাইফা আহমেদ শাওন (হাবিপ্রবি)।

খেলা আরম্ভের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *