ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ০৯

মফস্বল

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানারঅফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান এর সার্বিক দিক-নির্দেশনায় গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সদর থানা এলাকায় ০৯ জন আসামী গ্রেফতার করা হয়।..এসআই(নিঃ) মাসুদ জামালী কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিশেষ ক্ষমতা মামলার আসামী ১। মোঃ রফিকুল ইসলাম রবি (৪২), পিতামৃত-আনছার আলী, মাতা-সুফিয়া বেগম, সাং-১৪/১০ বাসা বাড়ী মার্কেট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চায়না মোড় টুল বক্স সংলগ্ন এলপিজি গ্যাস পাম্পের পিছনে জনৈক মোঃ খোরশেদ আলম এর একচালা টিনশেড এর তৈরী গুদাম ঘর হইতে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৩০০ পিস কম্বল ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসআই(নিঃ) খলিলুর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ রফিকুল ইসলাম রবিন (২৭) (মহানগর যুবলীগের সদস্য), পিতা-মৃত বলছ মিয়া, মাতা-রহিমা বেগম, সাং-হাবুন বেপারী মোড় আকুয়া মোড়লপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন আকুয়া মোড়লপাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়। এসআই(নিঃ) বিশ্বজিত সূত্রধর কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। সুনীল চন্দ্র দাস (৪৩), পিতা: মৃত-হরেন্দ্র চন্দ্র দাস, মাতা : মৃত-আশা রানী দাস, সাং-গগন চৌধুরী বাইলেন, কালিবাড়ী কবর খানা রোড, ২। মোঃ মোস্তাফিজুর রহমান (৩৫), পিতা: মৃত-লাল মিয়া ড্রাইভার, মাতা: মোছাঃ নূর জাহান বেগম, সাং-চর কালিবাড়ী, ৩। আলমগীর কবির (৪৮), পিতা- সুরুজ্জামান, মাতা:-সফুরা জামান, সাং-ভাটিকাশর মিশন স্কুল গেইট, ৪। মোঃ মজিবর রহমান (২৮), পিতা: -মোঃ আরফান আলী, মাতা:-জোসনা বেগম, সাং-চর কালিবাড়ী মিলগেইট বাজার, ৫। মোঃ হোসেন আলী(২৬), পিতা-মোঃ শাহজাহান ওরফে রাজিব, মাতা:-রাশিদা বেগম, সাং -চর কালিবাড়ী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’দেরকে অত্র থানাধীন চরকালিবাড়ী টোল প্লাজা এলাকা হইতে গ্রেফতার করেন। এসআই(নিঃ) ফিরোজ আলী কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রতারনা মামলার আসামী ১। মোঃ আব্দুর রশিদ (৪২), পিতা-মোঃ শাহজাহান আলী, মাতামৃত-রওশন আরা বেগম, সাং-নয়াপাড়া (আশেক মাহমুদ কলেজের পিছনে), ওয়ার্ড নং-০৩, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরকে জামালপুর সদর থানাধীন নয়াপাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়।ইহাছাড়াও এসআই (নিঃ) মাজহারুল ইসলাম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ পরোয়ানা তামিল করেন। পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা-১। মোঃ আঃ হাকিম বেপারী, পিতা-হাজী কাজম আলী, সাং-শাহবাজপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *