সাভার সংবাদদাতা :
সাভারের চাপাইন এলাকার ভূতের গলির দক্ষিণ দিকে মাদকের রমরমা ব্যবসা চলে। রাত বারোটা হইতে রাত ২ টা পর্যন্ত এ ব্যবসা চলমান থাকে। এই ব্যবসা নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রায়ই মারপিট হয়। এই মাদকের ব্যবহারে এলাকার স্কুল-কলেজের ছাত্ররা নেশাগ্রস্ত হয়ে পড়েছে। অভিভাবকেরা অনেকে তাদের নেশাগ্রস্ত সন্তানদের কাছে জিম্মি হয়ে পড়েছে। স্কুল কলেজে যাওয়ার সময় মেয়েরা এই নেশাগ্রস্তের আক্রমণের শিকার হন। এলাকার কেউ তাদের সামনে ভয়ে কিছু বলেনা। এই এলাকায় মাদক সম্রাটরা তাদের অভয় রাজ্য গড়ে তুলেছে।এলাকার লোক তাদের তাণ্ডবে দিশেহারা। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এলাকাবাসী কামনা করেছেন।