সাভার উপজেলার চাঁপাইন এলাকায় দীর্ঘদিন ধরে জ্বালানি গ্যাসের সংকট দেখা গেছে

অন্যান্য

আলতাফ হোসেন :

সাভার উপজেলার চাঁপাইন এলাকায় দীর্ঘদিন ধরে জ্বালানি গ্যাসের সংকট দেখা গেছে। সকাল ছয়টার  পর গ্যাস থাকে না।  আবার রাত দশটার পর  গ্যাসের চুলায় এলাকাবাসী পাক করিতে পারে। এ বিষয় নিয়ে সাভার উপজেলার গ্যাস অফিসের ডিজিএম সাহেবের  এর সাথে আলাপ করিলে  তিনি  বলেন তার কিছু করার নাই। পারে ১৩/১২/২৪ইং তাং গ্যাস অপারেশন বিভাগের ফারুক সাহেবের সাথে আলাপ করিলে উনি আমার এলাকার নাম ওনার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। whatsapp এর মেসেজ দেওয়ার পর ৫-৬ দিন গ্যাস সরবরাহ ভালো ছিল। তারপর আর গ্যাসের দেখা ছয়টা থেকে রাত দশটার পর ছাড়া পাওয়া যায় না। এলাকার ভুক্তভোগীরা  কাঠের খড়ি দিয়ে কোনরকম তাদের রান্নাবান্নার কাজ সারে। সাভারের ডিজে এম সাহেবকে এলাকায় প্রচুর অবৈধ গ্যাস লাইনের সংযোগ আছে এই মর্মে তাকে অভিহিত করিলে তিনি চাঁপাইন এলাকায় একটি গ্যাস বিচ্ছিন্নকারী টিম পাঠিয়ে দেন। তারা ১০-১২ টি বাড়ি অভিযান চালিয়ে অবৈধ লাইন গুলি বিচ্ছিন্ন করে দেন। চাঁপাইনের পাশে লাল টেক এলাকায়ও প্রচুর অবৈধ গ্যাস সংযোগ আছে। এই অবৈধ সংযোগ থাকার ফলে বৈধ গ্যাস সংযোগকারী গ্রাহকরা গ্যাস থেকে বঞ্চিত হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী টিম দিয়ে যদি রেগুলার তদারকি করা হয় তাহলে আশা করি এই গ্যাসের সংকট থেকে এলাকাবাসী মুক্তি পাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *