২৪ গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবীতে আলোচনাসভা

অন্যান্য

স্টাফ রিপোর্টার :

গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রভাবনা ও কাঙ্খিত বাংলাদেশের উদ্যোগে ২৪ গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবীতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের আহবায়ক আসাদুজ্জামানের সভাপতিত্বে সদস্য সচিব নুরুল কাদের সোহেল স্বাগতিক বক্তব্যে রাখেন। ২৪এর ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের একটি ঘোষণাপত্রের মাধ্যমে দালিলিক করণের উদ্যোগকে সমর্থন জানিয়ে বক্তারা উল্লেখ করেন আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে এ বিষয়ে তাদের সমর্থন জ্ঞাপন করবেন।এই অভ্যত্থানের লিগ্যাল ইন্সট্রুমেন্ট জারি করা অতিব গুরুত্বপূর্ন। ছাত্র সমন্বয়কদের এই দাবীকে পাশ কাটিয়ে যাওয়া ঐতিহাসিক ভুল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য
রাষ্ট্র ভাবনা ও কাঙ্খিত বাংলাদেশএর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।
বক্তব্য রাখবেন: সাবেক সচিব মাসুদ আহমেদ,
আবু আলম শহিদ খান,জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, গণফ্রন্ট সাধারণ সম্পাদক এডভোকেট আহমেদ আলী শেখ, এবিএম ওয়ালিউর রহমান খান প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *