মোঃ নুরুজ্জামান খোকন,জেলা প্রতিনিধি পিরোজপুর : অদ্য ১৬জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৫ তারিখ, বৈকাল ৫ঃ০০ ঘটিকায়, পিরোজপুর জেলার সদর থানাধীন পাড়েরহাট রোড সংলগ্ন, মোল্লা বাড়ির সামনে, ঢাকা থেকে মঠবাড়ীয়া যাওয়ার সময় ২জন পথচারী রাস্তা পারাপারের সময়,রাজিব পরিবহন উক্ত পথচারীর গায়ে উঠিয়ে দিলে ২জন নিহত হয় এবং গাড়িতে থাকা আরো ২জন যাত্রী গুরুতর আহত হয়। অতঃপর ঘটনাস্থল থেকে এলাকাবাসী ৪ জনকে উদ্ধার পূর্বক প্রাথমিক চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসলে, পথচারী ২জনকে কর্তব্যরত চিকিৎসক(ব্রডডেড) মৃত ঘোষণা করেন। মৃত পথচারী মোঃরিয়াদ কাজী(২০) পিতাঃ- কামাল কাজী, সাং-উত্তর শংকরপাশা, পিরোজপুর সদর। মোঃ শাহিন মাঝি(৩০) পিতাঃ- আনোয়ার মাঝি,সাং- পারেরহাট, ইন্দুরকানী,পিরোজপুর। আহত ২জন সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন, লিটন মিস্ত্রি (৪০) পিতা:- গোবিন্দ মিস্ত্রি, সাং- দেবীপুর,থানাঃ মঠবাড়িয়া, পিরোজপুর। রিনা বেগম (৪০) স্বামীঃ কালাম আকন, আলকীপাতাকাটা, থানাঃ মঠবাড়িয়া,জেলাঃ- পিরোজপুর।এ বিষয়ে পিরোজপুর সদর থানা কর্তব্যরত কর্মকর্তা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষণ করেছেন, তদন্ত চলমান,ঘটনাস্থলে গাড়িটি রয়েছে, উক্ত “রাজিব পরিবহন ঢাকা মেট্রো ব-১৫-৩১৯৩” এ বিষয়ে পিরোজপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
