ফেরদৌস ওয়াহিদ রাসেল পিরোজপুর জেলা প্রতিনিধি।
অদ্য ২৮ জানুয়ারি(মঙ্গলবার)২০২৫ তারিখ, আনুমানিক সকাল ১১ঃ৩০ সময়,পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ভান্ডারিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে, মোঃ বিল্লাল খান (৩৪) পিতা: আব্দুল কাদের খান এবং মোঃ হাসান শিকদার (২২)পিতা:মোঃ ইউনুস শিকদার,উভয় সাং-ডুসখালী, ওয়ার্ড নং:-২,থানা:বামনা, জেলা: বরগুনা কে ডাকাতির মালামালসহ আটক করে ভান্ডারিয়া থানা পুলিশ।
পরবর্তীতে জানা যায়,বেল্লাল খানের বিরুদ্ধে বামনা,কাঠালিয়া,রাজাপুর ও ভান্ডারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। উক্ত ডাকাতদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে। বরগুনা বামনা থানায় মামলা থাকায় তাদেরকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
উক্ত ডাকাত দল বরগুনা জেলার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা মিজান পরিবহনে উক্ত দুই ডাকাত বরগুনা জেলার বামনা এলাকায় ডাকাতি করা মালামাল নিয়ে আসছিল।