পিরোজপুর জেলায় শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘ এর শুভ উদ্বোধন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসককে ফুলেরশুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

অন্যান্য

পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুর জেলায় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আজ জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি গুরুচাঁদ গোপালচাঁদ মতুয়া সেবাশ্রম এর এর উদ্যোগে শুভ উদ্বোধন হয় শ্রী শ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘ। এ শুভ উদ্বোধন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসক মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ গোপালচাঁদ মতুয়া সেবাশ্রমের সভাপতি জনাব সুভাষচন্দ্র সরকার। সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল। ও উপস্থিত ছিলেন শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানবকল্যাণ সংঘ এর সভাপতি  দীপ্তি মৃধা ও সাধারণ সম্পাদক সুরঞ্জন চক্রবর্তী বাপ্পা। এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার কৃষক দলের সহ-সভাপতি এম সোহেল মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন শেখ রিয়াজউদ্দিন রানা তিনি বলেন পিরোজপুরে হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের কোন জাত নাই আমরা সবাই মানুষ। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই পিরোজপুর জেলায় কোন সাম্প্রতিক হামলা দাঙ্গা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তাই আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই আমরা সবাই বাংলাদেশের মানুষ এটাই আমাদের পরিচয়। এ সময় আরও বক্তব্য দেন বিএনপি’র সাবেক সংগঠনিক সম্পাদক জনাব সাইদুল ইসলাম কিসমত বলেন আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে আছি এবং থাকব তাদের যে কোন অনুষ্ঠানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে অনুষ্ঠান উপভোগ করি আমাদের মধ্যে কোন জাত ভেদ নাই আমরা সবাই ভাই ভাই। আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষক দল এর সহ সভাপতি এম সোহেল মাহমুদ বলেন আমাদের জন্মলগ্ন থেকেই আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে জড়িত আছি মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবো আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশের মানুষ আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের সর্বশেষ পরিচয়। সবার বক্তব্য শেষে পিরোজপুর জেলা প্রশাসক জনাব মোঃ আশরাফুল আলম খান মহোদয় বলেন আমি পিরোজপুরে যোগদান করার পর থেকেই দেখেছি হিন্দু মুসলমানের মধ্যে একটা আত্মার বন্ধন আছে। এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে দেখেছি হিন্দু সম্প্রদায়ের লোকের কথা শুনেছি তাদের সুখ-দুঃখ বোঝার চেষ্টা করেছি আমার সাধ্যের মধ্যে যতটুকু সামর্থ্য আছে আমি সবকিছু দিয়েই হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আছি এবং থাকব। আপনারা যে কোন বিপদ আপদে সবসময় আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাদের সর্বোত্তম সহযোগিতা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *