পিরোজপুর জেলার কাউখালী উপজেলাতে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। 

মফস্বল

 (পিরোজপুর) প্রতিনিধি:-

পিরোজপুরের কাউখালীতে “জ্ঞান- বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যের আলোকে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই উক্ত শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার)সকাল ৯ঃ৩০ ঘটিকার সভায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাক প্রমুখ উপস্থিত ছিলেন। 

উক্ত মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রজেক্ট প্রদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আরো নতুনত্ব প্রযুক্তি ও প্রদর্শন করতে সাহস উৎসাহ যোগান। পরবর্তীতে বিকেলে শিক্ষার্থীরা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *