রিপোর্টার : ২৮/০১/২০২৫ ইং, মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেশক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি’র কর্তৃক আয়োজিত “ছাত্র জনতাগন অভুত্থান ও নতুন বাংলাদেশ, সংস্কারের জন্য নির্বাচন চাই ” এই প্রসঙ্গের আলোকে জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল -বিএনপি’র চেয়ারপারসন উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব।
আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব জননেত্রী বিলকিস খন্দকার।
আয়োজিত জনসভায় সঞ্চালনা করেন বিপিপি’র অন্যতম প্রেসিডিয়াম সদস্য এস এম আলমগীর হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস নাজমা আক্তার সহ বিপিপি’র প্রেসিডিয়াম সদস্য মো.আরিফুল ইসলাম আরিফ,খাদিজা আক্তার, যুগ্ম মহাসচিব মো. আফতাব উদ্দিন সহ বিপিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আরো উপস্থিত এবং বক্তব্য প্রদান করেন বিভিন্ন দলের জাতীয় রাজনীতিবৃন্দ তরিকুল ইসলাম ভূঁইয়া সভাপতি জনতার অধিকার পার্টি, এ বি সিদ্দিক সিনিয়র সভাপতি, তৃণমূল নাগরিক আন্দোলন।
