এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫।

অন্যান্য

, রিপোর্টার,:”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলায় উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/০২/২৫ ইং তারিখে জেলা প্রশাসন, পিরোজপুর এর উদ্যোগে জেলা পর্যায়ে “আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”। আজকের বিতর্কের চ্যাম্পিয়ন দল খাসমহল লতিফ ইন্সটিটিউট। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পিরোজপুর। উক্ত অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রীদের মনন ও সৃজনশীলতা বিকাশে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্বের উপর আলোকপাত করেন এবং অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে সনদ, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার হিসেবে মূল্যবান বই প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *