রিপোর্টার: বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলনের সভাপতি ফাতেমা খাতুন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি হুমায়ুন কবির এক যুক্ত বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের কল্যাণের লক্ষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গতকাল ডিসি সম্মেলনে ডিসিদেরকে আদেশ প্রদান করেন যে, পাসপোর্ট অনুমোদনের জন্য কোন প্রকারে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই। ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট অনুমোদন দেওয়ার জন্য পাসপোর্ট কর্তৃপক্ষকে অনুমতি দিয়ে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য এবং ভোগান্তি থেকে বাঁচার লক্ষ্যে যে কর্মসূচি দিয়েছেন তার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন শুভেচ্ছা।
তিনি বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ করেছেন, দুর্ভোগ থেকে বাঁচিয়েছেন সেই কারণে ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতিদাতারা বলেন তিনি জনকল্যাণের জন্য ভবিষ্যতে আরো অনেক কাজ করবেন। বিশেষভাবে দারিদ্রমুুক্ত, বেকারমুক্ত এবং কার্বনমুক্ত বাংলাদেশ গড়বে, এই আশাবাদ ব্যক্ত করেন তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বিবৃতিদাতারা।