ইউটিউবে নতুন ফিচার, পাবেন যেসব সুবিধা

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা

ডেস্ক: ইউটিউব এখন অনেকটা টিভি চ্যানেলের মতো হয়ে গেছে। একটি ভিডিও দেখতে শুরু করলে তার মধ্যে দু-তিনটা বিজ্ঞাপন চলে আসে। দর্শকদের জন্য এটি বিরক্তিকর হলেও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি আয়ের উৎস।এবার অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম আনতে চলেছে প্রিমিয়াম লাইট প্ল্যান। যা দেবে অ্যাড-ফ্রি কনটেন্ট, অথচ ইউটিউব মিউজিকের মতো কোনো খরচ ছাড়াই! খুব শিগগির ইউটিউব ফেরাতে চলেছে প্রিমিয়াম লাইট প্ল্যান। যেখানে সম্পূর্ণ বিজ্ঞাপন ফ্রি ভিডিও উপভোগ করতে পারবেন।তবে এই প্ল্যানে আপনি দেখতে পাবেন না কোনো মিউজিক ভিডিও। কিন্তু পডকাস্ট বা নির্দেশমূলক কনটেন্ট দেখা যাবে। আপাতত অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি ও থাইল্যান্ডে ফিচার শুরু হচ্ছে। গুগল পরীক্ষামূলকভাবে এই প্ল্যান বাজারে আনছে। তবে আগামীতে ধীরে ধীরে বাকি দেশগুলোতে শুরু হয়ে যাবে পরিষেবা। ২০২৩ সালের অক্টোবরে প্রিমিয়াম লাইট প্ল্যানে বেশ সাড়া ফেলেছিল ইউটিউব। এবার সেটাই ফিরতে চলেছে নতুনভাবে।এদিকে জানা যাচ্ছে, ইউটিউব চাইছে নিজেদের রেভিনিউ মডেলকে নতুন করে সাজাতে। ইউটিউবে যারা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, তারা যা উপার্জন করেন ভবিষ্যতে সেই অঙ্কও বাড়াতে চাইছে ইউটিউব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *