মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের মাস রমজান।

ইসলাম

স্টাপ রিপোর্টার : ১১ মাস পরে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের মাস রমজান। আর এই সিয়াম সাধনা ও আত্ম উপলব্ধির মাস এই রোজার মাস।
এখন আমাদের বুঝার বিষয় আত্ম উপলব্ধি কি এবং কেনইবা এত উপলব্ধি করা দরকার। গরিব অসহায় মানুষ দিনের পর দিন কষ্ট করে অনাহারে থাকে। আর ধনীরা তিন বেলা খায় মাঝেমধ্যে বিভিন্ন রকমের নাচতা ও করে থাকে। গরিব মানুষেরা দিনের পর দিন উপোস করে কিভাবে তারা জীবন যাপন করে সেটা উপলব্ধি করার জন্যই এই রোজা। সত্যিকারের রোজাদারেরা যদি আত্ম উপলব্ধি করতো তাহলে এই দেশে কোন গরীব থাকতো না। কেউ সাত তলায় বাস করে আবার কেউ গাছতলায় বাস করে এমনটা বৈষম্য হতো না। মসজিদে খুতবা পড়ার পূর্বে এবং তারাবি নামাজের পূর্বে মন দিয়া শুনিতেছিলাম ইমাম সাহেবের বয়ান। বিভিন্ন ফজিলতের কথা শুনতে পেলাম অনেক সবের কথাও মনোযোগ দিয়া সবাই শুনিল কিন্তু ইমাম সাহেব এই উপলব্ধির আসল কথাটা বলেনা।
রোজার বিভিন্ন রকমের ফজিলত বয়ান করে অথচ আসল কথা গোপন রাখে এই হলো আসলা উপলব্ধি।

১১ মাস পরে ইসলামের ঘরে ঘরে আত্ম উপলব্ধির মাস শুরু হয়ে গেল। হিজরী 610 খ্রিস্টাব্দে এই রমজান মাসের কোন এক দিন হযরত মুহাম্মদ সাঃ এর উপর এই পবিত্র কোরআন শরীফ জিব্রাইল আলাই সাল্লাম এর মাধ্যমে নাযিল হয়েছিল।

১১ মাস পরে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের মাস রমজান। আর এই সিয়াম সাধনা ও আত্ম উপলব্ধির মাস এই রোজার মাস।
এখন আমাদের বুঝার বিষয় আত্ম উপলব্ধি কি এবং কেনইবা এত উপলব্ধি করা দরকার। গরিব অসহায় মানুষ দিনের পর দিন কষ্ট করে অনাহারে থাকে। আর ধনীরা তিন বেলা খায় মাঝেমধ্যে বিভিন্ন রকমের নাচতা ও করে থাকে। গরিব মানুষেরা দিনের পর দিন উপোস করে কিভাবে তারা জীবন যাপন করে সেটা উপলব্ধি করার জন্যই এই রোজা। সত্যিকারের রোজাদারেরা যদি আত্ম উপলব্ধি করতো তাহলে এই দেশে কোন গরীব থাকতো না। কেউ সাত তলায় বাস করে আবার কেউ গাছতলায় বাস করে এমনটা বৈষম্য হতো না। মসজিদে খুতবা পড়ার পূর্বে এবং তারাবি নামাজের পূর্বে মন দিয়া শুনিতেছিলাম ইমাম সাহেবের বয়ান। বিভিন্ন ফজিলতের কথা শুনতে পেলাম অনেক সবের কথাও মনোযোগ দিয়া সবাই শুনিল কিন্তু ইমাম সাহেব এই উপলব্ধির আসল কথাটা বলেনা।
রোজার বিভিন্ন রকমের ফজিলত বয়ান করে অথচ আসল কথা গোপন রাখে এই হলো আসলা উপলব্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *