পাকিস্তানে ভারতের হামলা, যা বলছেন বিশ্বনেতারা

আন্তর্জাতিক

ডেস্ক: ‌গত মাসে কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানে হামলা চালানোর দাবি করেছে ভারত। পাকিস্তান জানিয়েছে, ওই হামলায় আটজন নিহত হয়েছে এবং তারা এর পাল্টা জবাব দিচ্ছে।

হামলা নিয়ে বিশ্বনেতারা যা বলছেন-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প:‘এটা খুবই লজ্জাজনক। আমি মাত্রই ঘটনা সম্পর্কে শুনলাম। অতীতে যেসব ঘটনা ঘটেছে, তা থেকেই অনেকেই বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে চলেছে। তারা বহু বছর ধরে, বরং বলা যায়, বহু দশক ধরে লড়াই করে আসছে। আমি আশা করি, এই সংঘাত খুব তাড়াতাড়ি শেষ হবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও: ‘আমি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আজকের শুরুতে প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন, আমি তার প্রতিধ্বনি করছি। আশা করছি, এই পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে। আমরা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ভারত ও পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকব।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র: ‘ভারতের সেনা অভিযান আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে- এ নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশের প্রতি সর্বোচ্চ ধৈর্য দেখানোর আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বিশ্ব আর বহন করতে পারবে না।’

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি: ‘২২ এপ্রিল কাশ্মীরে যেটি ঘটেছে, সেটি একটি সন্ত্রাসী হামলা- আমাদের দেশ এর তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে এই পরিস্থিতি পাল্টা প্রতিশোধমূলক হামলার মাধ্যমে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা ভারত ও পাকিস্তানকে ধৈর্য দেখানোর এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের জোর আহ্বান জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *