বিনোদন ডেস্ক ॥
‘কাস্টিং কাউচ’ শব্দটার সঙ্গে কমবেশি সবাই পরিচিত। বিশেষ করে বলিউডের সঙ্গে শব্দটা ওতপ্রোতভাবে জড়িত।
বলিউডে কাজ পেতে অনেক তারকাকেই এই শব্দটার মধ্য দিয়ে যেতে হয়েছে। কোনো পছন্দের চরিত্রে নিজেকে যুক্ত করতে কাজ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পাওয়ার ঘটনা কম নয়।
যে ঘটনার সাক্ষী হতে হয়েছে অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণানকেও। একবার নয়, একাধিকবার। সম্প্রতি ‘বলিউড বাবল’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে কথা বলেন এ অভিনেত্রী। তিনি জানান, একাধিকবার কাস্টিং কাউচের ঘটনার মুখোমুখি হয়েছেন।
অভিনেত্রী বলেন, ‘আমি শুধু একবার নয়, বহুবার এ ধরনের ঘটনার মুখোমুখি হয়েছি। আমি বলব না যে, হিন্দি চলচ্চিত্র শিল্পে বা মুম্বাইতেই এই ধরনের ঘটনা বেশি ঘটে।
আমি তো দক্ষিণী চলচ্চিত্রে এই ধরনের পরিস্থিতির মুখে বহুবার পড়েছি! একজন বড় চলচ্চিত্র প্রযোজক আমাকে একটি খুব বড় প্রকল্পের জন্য নির্বাচিত করেছিলেন। সেই প্রকল্পটি নিয়ে আমাদের কিছু মতপার্থক্য ছিল।
আমি সেই প্রকল্পের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে, যেমনটি অনেক সময় ঘটে, একটি ছোট্ট জিনিস পুরো সম্পর্কটি নষ্ট করে দেয়।
কেবল একটি লাইন, একটি বিবৃতি এবং সব কিছু শেষ হয়ে যায়। তার কাছে থেকে সেই ধরনেরই এক প্রস্তাব পাই আমি।’
অভিনেত্রী আরো বলেন, ‘আমার মনে আছে, প্রথমে আমি ভেবেছিলাম এই ছবিটিও আমার হাত থেকে চলে গিয়েছে। তারপর বাড়ি ফিরে আমি তাকে একটা মেসেজ টাইপ করলাম।
কারণ তার কথা বলার ধরন, শারীরিক ভাষা এবং তার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। এর সঙ্গে চাপও বাড়তে শুরু করে। আমার মনে হচ্ছিল, আমি এই পরিস্থিতি সামলাতে পারব না।
আমি ভাবলাম, যদি আগামীকাল শুটিং শুরু হয় এবং এই সম্পর্ক নষ্ট হয়ে যায়? আমি খুব শ্রদ্ধার সঙ্গে বললাম যে, আমি আমার প্রতিভার বদলে নিজেকে বিক্রি করতে আসিনি।
হয়তো আমার কথাগুলো একটু কঠোর ছিল, কিন্তু আমার মনে হয়েছিল, যত স্পষ্টভাবে নিজের কথাটা বলে দেওয়া যায়, ততই ভালো।’
ইন্দিরা কৃষ্ণান আরো বলেন, ‘এটি কাস্টিং কাউচের প্রথম বা শেষ ঘটনা নয়। এই সব ঘটনার কারণে আমি কিছু ভালো প্রজেক্ট হারিয়েছি।’
