অনলাইন ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করা এই নায়িকা। সংসারের পাশাপাশি ব্যবসা নিয়েই এখন তার ব্যস্ততা।হঠাৎ সিনেমা ছাড়া প্রসঙ্গে আন্না জানান, স্বপ্নে কে;য়া;;মত হতে দেখে এক রাতের মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সঙ্গে তওবা করেছি, আর কখনও অভিনয় করব না। তিনি বলেন, অভিনয়কে তিনি সবসময় ভালোবাসেন। হয়তো কারণবশত আমি কাজটা ছেড়ে দিয়েছেন। বর্তমানে পার্লার বিজনেস নিয়ে তিনি খুবই হ্যাপি। কারণ, এখানে শুধু মেকআপ নিয়ে কাজ করছেন না, নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন। সিনেমায় অভিনয়ের প্রাপ্তি প্রসঙ্গে আন্না জানান, মান্না, ডিপজলের সঙ্গে বেশি কাজ করেছেন। এছাড়াও শাকিব, রিয়াজ, ফেরদৌসের সঙ্গেও কাজ করেছেন। তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা প্রসঙ্গে সাবেক এই নায়িকার ভাষ্য, যখন কোনো সহকর্মীর নামে বাজে কথা শুনেন, তখন খুব খারাপ লাগে। আগে তারকাদের ব্যক্তিগত বিষয়ে মানুষ তেমন জানতে পারত না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিছু হলেই সবাই জেনে যায়, সমস্যাটা এখানেই। তার একটাই চাওয়া, সিনিয়র-জুনিয়র সবাই তাদের ব্যক্তিগত জীবন হাইডে রাখুক। সবাই প্রোফেশনটাকেই হাইলাইট করুক।
