অনলাইন ডেস্ক ॥
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে বড় আকৃতির একটি ইলিশ মাছ ধরা পড়েছে। গতকাল ভোরে চরকর্ণেশন কলাবাগান এলাকা থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে ধরা পড়েছে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। যা বিক্রি হয়েছে ১২ হাজার ৪৮০ টাকায়। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ মাছটি ওই দামে কিনে নেন। এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি আমি ১২ হাজার ৪৮০ টাকা দিয়ে কিনে নিয়েছি। এখন কেজিতে কিছু লাভ রেখে ফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় ইলিশ মাছটি বিক্রি করে দিয়েছি। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এত বড় ইলিশ আমাদের সবার জন্য গর্বের। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ দেন তিনি।
