আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি আরবে গত তিন দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।সর্বশেষ আজ সোমবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
এসপিএ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে শনিবার ও রবিবার ১৫ জনের মাদক সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
শনি ও রবিবার যাদের শাস্তি কার্যকর হয়, তাদের মধ্যে ১৪ জনই মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা সবাই বিদেশি। আর একজন সৌদি নাগরিকের মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
চলতি বছরে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৩৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ১৬১ জন মাদক সংশ্লিষ্ট অপরাধে এবং ১৩৬ জন বিদেশি নাগরিক। ২০২৩ সালে মৃত্যুদণ্ডের সংখ্যা ছিল ৩৩৮, যা ছিল রেকর্ড সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালে সেই সংখ্যাও ছাড়িয়ে যেতে পারে।
