আন্তর্জাতিক ডেস্ক
জাপানে রেকর্ড পরিমাণ গরম পড়েছে।আজ সোমবার দেশটির আবহাওয়া সংস্থা জানায়, জুন-জুলাইয়ে সর্বোচ্চ গরম দেখেছে জাপানিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে। জাপানও তার ব্যতিক্রম নয়। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, সোমবারই ১৭টি গরমের রেকর্ড ভেঙে গেছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশবাসী। ১৮৯৮ সাল থেকে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে গরম মাস ছিল জুলাই।
এটি টানা তৃতীয় বছর, যখন জুলাই মাসের গড় তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। গত ৩০ জুলাই জাপানের পশ্চিমাঞ্চলীয় হিয়োগো প্রদেশে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই জাপানের ইতিহাসে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা।
জুলাই মাসে জাপানের বিস্তৃত অঞ্চলে বৃষ্টিপাতও ছিল অত্যন্ত কম, বিশেষ করে সাগরসংলগ্ন উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ কম বৃষ্টি হয়েছে। জাপানের পশ্চিমাঞ্চলে এ বছর বর্ষাকালও স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় তিন সপ্তাহ আগে শেষ হয়েছে-এটিও একটি নতুন রেকর্ড।
