বন্ধু তুমি আসবে জানি
মোঃ রুহুল আমিন
বন্ধু তুমি আসবে জানি
বিশ্বাস ছিল মোর,
বন্ধু তুমি আসলে কাছে
মনে পাবো জোর।
বন্ধুর সাথে নেই তুলনা
বন্ধু আপন জন,
বন্ধু মানে দু’টি দেহ
একটা শুধু মন।
মনের কোণে শান্তি জাগে
দেখে বন্ধুর মুখ,
বন্ধু সুজন থাকলে পাশে
মনেতে রয় সুখ।
বন্ধু হলো একই সুতায়
পরস্পরে বাঁধা,
বন্ধু কাছে না থাকিলে
চোখে লাগে ধাঁধা।
বন্ধু মানে ঝড় তুফানে
একটা ঘরের খুঁটি,
বন্ধু মানে সারা জীবন
পাশে থাকার জুটি।
বন্ধু মানে থাকবে পাশে
ভুল ভ্রান্তি সব মেনে,
পিচ্ছিল পথে সর্বসময়
ধরে হাতটা টেনে।
বন্ধু মানে ঝড় বৃষ্টিতে
মাথার উপর ছাতি,
বন্ধু মানে ঘোর আঁধারে
দেয় জ্বালিয়ে বাতি।
বন্ধু সাহস বন্ধু শক্তি
বন্ধু মানে জয়,
বন্ধু সদয় থাকলে পাশে
কাটে সকল ভয়।
বন্ধু মানে বন্ধুর বেশে
বিপদাপদে পাশে,
বন্ধু সকল বাঁধা ভেঙে
ছুটে চলে আসে।
