মানুষ বলি কারে
মাহবুবা পারভীন
মান আর হুঁশ দুই মিলে এক
সঙ্গে বিবেক
ও বুদ্ধির ভেক
হয় রে মানুষ রইলে আবেগ।
বোধ আর বুদ্ধির মিলটা শুদ্ধির
মন যার সুস্থির
ভাবনা হয় ধীর!
হয় সে মুনির মান্যে রয় বীর।
সত্যের সৈনিক পথ যার দৈনিক
মিথ্যায় দেয় ধিক
সত্যের নির্ভীক!
সেই তো সঠিক বিবেচ্য দিক।
তোমরা বলো মানুষ কাকে
ঠকবাজ যাকে
দেখো রোজ তাকে!
যার কান মলো আঁধার বাঁকে।
কুপথে বাস সমাজে ত্রাস
সুদ ঘুষে রাস
যার বারোমাস!
মন্দের আশ নন্দের গ্রাস।
ক্ষুর হাতে চোর তমসার ঘোর
আসল অসুর
কথায় মধুর!
দুর্জন ধুন্ধুর কলঙ্কের ভোর।
মানুষ বলো তোমরা তাকে
আমরা বলি অসুর যাকে
তফাৎ শুধু এই —
আমরা খুঁজি আলোটাকে!
তোমরা খুঁজো আলেয়াটাকে।
