আন্তর্জাতিক ডেস্ক ॥
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন্ত সোয়ে মারা গেছেন।দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অসুস্থতার কারণে গত এক বছর ধরে তিনি মেডিকেল ছুটিতে ছিলেন। ২০২৪ সাল থেকে জান্তা নেতা মিন অং হ্লাং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন।
এর আগে, দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মিন্ত সোয়ে। ২০২৪ সালের জুলাইয়ে বর্তমান জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। মিন অং হ্লাইং-এর অধীনে তাকে একজন জান্তা নেতা এবং বেশিরভাগই একজন আনুষ্ঠানিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হত।
