অনলাইন ডেস্ক ॥ এবার বরফের দেশ ফিনল্যান্ডে নজিরবিহীন গরম পড়েছে। উত্তর ইউরোপের এই শীতলতম দেশে তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ফিনল্যান্ড সাধারণত তার শীতলতম আবহাওয়ার জন্য পরিচিত। বিশেষ করে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়। জানা যায়, ল্যাপল্যান্ড এবং পূর্ব ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ৪৫ থেকে মাইনাস ৫০ পর্যন্ত হতে পারে। এমনকি হেলসিঙ্কিতেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৫ ডিগ্রি সেরসিয়াস। অপরদিকে সাধারণত: জুলাই মাসে, ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা গড়ে ২৫ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। তবে উচ্চ উত্তরে গ্রীষ্মের আবহাওয়া শীতল থাকে, বিশেষ করে রাতের বেলা সেখানে অনেক কম। কিন্তু এবারের গরমে ফিনল্যান্ডের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, যা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই অস্বাভাবিক গরমের কারণে মানুষ নদী ও সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছে। স্থানীয়রা জানায়- এই অস্বাভাবিক গরমে তাদের জনজীবন ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। বিষয়টি এইরকম যে, এখানকার মানুষ প্রচণ্ড শীতে জীবন যাপন করে অভ্যস্ত। আর সেই দেশেই হঠাৎ করে এমন গরম-যা অস্বাভাবিক। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণেই আবহাওয়ার এই চরম পরিবর্তন- বলছেন বিজ্ঞানীরা।
