আখাউড়া প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে স্কুলের হলরুমে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলা বসে। অনেক দিন পর পুরনো সহপাঠি, বন্ধু-বান্ধবীদের দেখা পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন প্রাক্তনেরা। একে অপরের সাথে কুশল বিনিময় করেন। ফিরে যান হারিয়ে যাওয়া শৈশবে। চিৎকার করে বলেন ‘বন্ধু কেমন আছো’। বিদ্যালয়ের ’৭৮ ব্যাচের কৃতি শিক্ষাথী ড. মীর শাহআলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন-প্রবীণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সভায় শতবর্ষ পূর্তি উৎসব উদযানের জন্য বিভিন্ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন রেলওয়ে স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রাকিব আহম্মেদ খান খাদেম, প্রাক্তন ছাত্র দেবব্রত বনিক, শেখ আইয়ুবুর রহমান, এড. জালাল উদ্দিন, আবুল মনসুর মিশন, বাসস’র কর্মকর্তা প্রাক্তন ছাত্র মোহাম্মদ মাহবুবুজ্জামান (ফরিদ), মৌসুমী আক্তার প্রমুখ, নাজমুল হাসান ভূইয়া, ১০ শ্রেণীর ছাত্রী নাফিসা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহঃ অধ্যাপক মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে স্কুলের সিনিয়র শিক্ষক হাবিবুর রশিদ, প্রাক্তন ছাত্র নূরে আলম ছিদ্দিকী, মোঃ সাফায়েত খাদেম, কাজী সুহেল খাদেম, ফজলুল হক মন্টু, কাজী সাফিয়া খাতুন, রাকিবুল ইসলাম, আতিক খান, রাসেল চৌধুরী, আহসান কবির লিটন, মুবিন খান, আব্দুল আওয়াল, আব্দুল হাকিম ভূইয়া, সিবগাতুর রহমান, ফাহাদ খাদেম, সুমন, আসসাদিক ভূইয়া গালিব, জায়েদুর রহমান প্রীতম, নয়ন নূর প্রমুখ।
আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ড. মীর শাহ আলমকে আহবায়ক এবং কামরুল ইসলাম খান (৮৫) কে সদস্য সচিব করা হয়। এছাড়াও কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। আগামী ২৫ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান করার দিন ধার্য্য হয়। বিদ্যালয়েল সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহবান জানানো হয়। এজ্য অনলাইনে বা অফলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য বলা হয়।
অনুষ্ঠানে শেষে শতবর্ষ পূর্তি উপলক্ষে রচিত থিম সং পরিবেশন করেন ৯ম শ্রেণীর ছাত্রী হাফসা নূর।
উল্লেখ্য, ১৯২০ সালে আখাউড়ায় রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আখাউড়ার প্রাচীন বিদ্যাপীঠটি ১০৫ বছর ধরে অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যপক অবদান রেখে চলেছে।
