ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আখাউড়া পৌর এলাকার বড় বাজারের বাসিন্দা মো. ইব্রাহিম (৩০) ও সুইপার কলোনীর বাসিন্দা রাজন হরিজন (৬৫), সাগর হরিজন (৪০) এবং সীমান্ত হরিজন (২৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, সুইপার কলোনীতে চোলাই মদ তৈরির খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মদসহ চারজনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি মামলা করা হয়।
