অনলাইন ডেস্ক ॥
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর ঢালারচর এলাকায় জেলে রাম হালদারের জালে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি চিতল মাছ; যার দাম হাঁকা হয়েছে ১৪ হাজার ৪০০ টাকা।
শুক্রবার বিকাল ৪টার দিকে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কিনে নেন।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ যুগান্তরকে বলেন, জেলে রাম হালদারের কাছ থেকে ৯ কেজি ওজনের চিতল মাছটি ১ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। এখন অনলাইনের মাধ্যমে কেজিতে কিছু লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে এরকম বড় চিতল মাছ খুব একটা দেখা যায় না। তবে নদীতে এখন মাঝে মধ্যে বড় বড় বিভিন্ন রকম মাছ ধরা পড়ছে।
